Code: 12365478

EIN: 12365478

Portal

" সম্মানিত অভিভাবক, আপনার উদ্দেশ্যে আমাদের দিলের কিছু কথা "

আশা করি দিল দিয়ে পাঠ করবেন।
কোন বিভাগে আবেদন করতে চাচ্ছেন?


আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।


প্রিয় মা! প্রিয় বাবা! মাদরাসাতুন নূর আল আরাবিয়া বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে জানাই মোবারকবাদ। মাতৃত্ব ও পিতৃত্বের গৌরব আল্লাহ তায়ালা আপনাদেরকে দান করেছেন। আল্লাহ বড় মেহেরবান। আপনারা বড় সৌভাগ্যবান। আপনার সন্তান যেন নেক হয়। নেক সন্তানের নেককার মা এবং বাবা যেন আপনারা হতে পারেন। উম্মাহর এই ফুলকলিদের দরদী মালী যেন আমরা হতে পারি। আল্লাহর এই পবিত্র আমানতের উত্তম আমানতদার আমরা যেন হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দান করুন। আমীন।


প্রিয় অভিভাবক! সন্তান যেমন আল্লাহর পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় নেয়ামত ঠিক একইভাবে অনেক বড় পরীক্ষারও বিষয়। মাতৃত্ব এবং পিতৃত্ব যেমন পরম আনন্দ ও সৌভাগ্যের বিষয় তেমনি তা অনেক দায় ও দায়িত্বের বিষয়। আশা করি এ বিষয়ে আপনি সচেতন ছিলেন আছেন এবং থাকবেন। একটি শিশু তো তার মন মানস, চিন্তা চেতনা এবং তার নৈতিক ও চারিত্রিক সত্তার মূল উপাদনগুলো মায়ের কোল থেকে বরং মাতৃগর্ভ থেকেই আহরণ শুরু করে। আশা করি, আপনার সন্তানের আগমনের জন্য পবিত্র একটি গর্ভ, চোখ মেলার জন্য উত্তম একটি কোল এবং বেড়ে ওঠার জন্য নিরাপদ একটি পরিবেশ তাকে উপহার দিতে আপনি সচেষ্ট ছিলেন এবং সামনেও থাকবেন।


প্রিয় অভিভাবক! যে মা ও বাবার কোলে আল্লাহ তায়ালা তার মাছুম বান্দাকে প্রেরণ করেন সেই মা এবং বাবাই তো হলেন তার তালীম ও তারবিয়াতের, তার শিক্ষা এবং দীক্ষার প্রথম ও প্রধান দায়িত্বশীল এবং রোজ হাশরে তারাই তো হবেন প্রথম জিজ্ঞাসিত। এ সমাজ যা আজ প্রায় ভুলতে বসেছে। কতনা উত্তম হতো! যদি আমরা আপনাকে বলতে পারতাম আপনার ঘরেই আপনার শিশুর জন্য মক্তব গড়ে তুলুন। কতনা ভালো হতো! প্রতিটি ঘর যদি তার শিশুর তালীম তারবিয়াতের জন্য প্রস্তুত হতো। কতনা ভালো হতো! একটি নিষ্পাপ শিশুকে অন্তত তার মাকতবের শিক্ষার জন্য যদি মায়ের কোল ছাড়তে না হতো। অন্তত প্রতিটি এলাকায় তার শিশুদের জন্য এমন আদর্শ মক্তব যদি গড়ে উঠতো যেখানে শিশুরা নির্ভয়ে নিরাপদে তাদের শৈশবকে উপভোগ করতে পারে, মাতৃমমতা ও পিতৃস্নেহের ছায়ায় থেকে শিক্ষার আলো গ্রহণ করতে পারে এবং সন্ধ্যায় কোলের শিশু আবার কোলে ফিরে আসতে পারে। কিন্তু...। মাদানী মক্তবের এ স্বপ্নকে আল্লাহ যেন কবুল করেন। আমীন।


প্রিয় অভিভাবক! এতদিন আপনার সন্তানের জীবন ছিলো মায়ের আঁচলের নিরাপদ আশ্রয়ে। যেমনই হোক বাহিরের জগতের অনিষ্ট থেকে আশা করি সে অনেকাংশেই নিরাপদ ছিলো। কিন্তু তালীম তারবিয়াতের জন্য আপনার কলিজার টুকরোকে আপনি এখন কোলছাড়া করতে চলেছেন। এটা নিঃসন্দেহে অনেক বড় এক কোরবানী। আপনার জন্য এবং আপনার কলিটির জন্য এটা কতটা কঠিন হতে পারে তা আমরা কিছুটা হলেও অনুভব করি। শুধু দোয়া করি আল্লাহ আপনাদেরকে সবর ও হিম্মত দান করুন।


প্রিয় অভিভাবক এই সংবেদনশীল মুহুর্তে আমাদের প্রথম করণীয় হলো হঠাৎ করে কোন সিদ্ধান্ত গ্রহণ না করে নিজেকে এবং নিজের সন্তানকে সুপরিকল্পিতভাবে অত্যন্ত যত্নের সাথে ধীরে ধীরে এর জন্য প্রস্তুত করা। যেন কঠিন এই পদক্ষেপটি আমাদের উদাসীনতা ও অপ্রস্তুতির কারণে আরো কঠিন না হয়ে যায়। অন্যথায় পর্যাপ্ত পূর্বপ্রস্তুতি ছাড়া একটি শিশুকে এই পরিস্থিতির সম্মুখীন করা হবে তার প্রতি অমার্জনীয় অপরাধ।


প্রিয় অভিভাবক!আমরা বিশ্বাস করি আপনার নিষ্পাপ শিশুটি আপনার কাছে যেমন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমানাত তেমনইভাবে এই দুধভাতের বয়সে মায়ের কোল ছেড়ে মক্তবে আসা প্রতিটি শিশু আমাদের কাছে আল্লাহর পবিত্র আমানত। সর্বোত্তমভাবে এই আমানাতের হেফাযতে সচেষ্ট হওয়া আমাদের দায়িত্ব।


সম্মানিত অভিভাবক!


আপনার শিশুর জীবনের মোড় পরিবর্তনকারী এই মুহুর্তটিতে আপনাকে সাধ্যনুযায়ী সঠিক পরামর্শ প্রদান করা আমাদের অবশ্য কর্তব্য। তাই প্রথমে আমরা আপনার কাছে কিছু বিষয় জানতে চাইব এবং তারপর আল্লাহর উপর ভরসা করে আপনাকে সামনের করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করতে সচেষ্ট হব। আশা করি আপনি পূর্ণ দায়িত্বশীলতার সাথে আমাদেরকে তথ্যগুলো প্রদান করে সঠিক পরামর্শ প্রদানে আমাদেরকে সহযোগীতা করবেন এবং আমাদের পরামর্শকে আস্থার সাথে গ্রহণ করবেন। ওমা তাওফীকুনা ইল্লা বিল্লাহ।



উপরোক্ত লেখাটি কি আপনি মনোযোগ সহকারে পাঠ করেছেন?



আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।


সম্মানিত অভিভাবক! দ্বীন ও শরিয়াতের দাবী রক্ষা করে আপনার কাছে আল্লাহর আমানাত আপনার সন্তানকে আপনি দ্বীনী তালীম হাছিলের মহান উদ্দেশ্যে মাদরাসায় প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনাকে আমাদের মোবারকবাদ। আল্লাহ যেন আপনার সন্তানকে ইলমে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ যেন তাকে আপনাদের চোখের শীতলতা এবং রুহের ঠান্ডাক বানান। কোরআন ও সুন্নাহর ইলম অর্জনের সাধনায় আত্মনিয়োগকারী একজন তালিবে ইলমের আদর্শ মা এবং বাবা যেন আপনারা হতে পারেন। উম্মতের এই সন্তানদেন তালীম ও তারবিয়াতের উত্তম ব্যবস্থা যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে তাওফীক দান করুন। আমীন।


প্রিয় অভিভাবক! সন্তান যেমন আল্লাহর পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় নেয়ামত ঠিক একইভাবে অনেক বড় পরিক্ষারও বিষয়। মাতৃত্ব এবং পিতৃত্ব যেমন পরম আনন্দ ও সৌভাগ্যের বিষয় তেমনি তা অনেক দায় ও দায়িত্বের বিষয়। আশা করি এ বিষয়ে আপনি সচেতন ছিলেন, আছেন এবং থাকবেন। স্বীকৃত সত্য এই যে, একটি শিশু তার মনমানস, চিন্তা চেতনা এবং নৈতিক ও চারিত্রিক সত্তা গঠনের মূল উপাদানগুলো মাতৃকোল থেকে বরং মাতৃগর্ভ থেকেই আহরণ করা শুরু করে। আশা করি আপনার সন্তানের বেড়ে ওঠার জন্য তাকে একটি আদর্শ পরিবেশ উপহার দিতে আপনি সচেষ্ট ছিলেন এবং সামনেও থাকবেন। মা-বাবাই হলেন সন্তানের তালীম ও তারবিয়াতের, তার শিক্ষা এবং দিক্ষার প্রথম ও প্রধান দায়িত্বশীল এবং রোজ হাশরে তারাই হবেন প্রথম জিজ্ঞাসিত যা এ সমাজ প্রায় ভুলতে বসেছে। মাদরাসা এক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ একজন সহযোগী মাত্র।


প্রিয় অভিভাবক! আপনার সন্তান এখন মাদরাসায় তার একটি নতুন জীবন শুরু করতে চলেছে। কিন্তু সন্তানকে মাদরাসায় প্রেরণ করে আমরা কখনোই যেন মনে না করি আমাদের দায়িত্ব শেষ। বরং প্রতিটি কাজে ও কথায় আপনাকে হতে হবে আরো বেশী সতর্ক ও সচেতন। কারণ কোরআনের শিক্ষা এই যে, সন্তানের যিন্দেগীর কামিয়াবির ক্ষেত্রে মা বাবার সালাহ ও সততার রয়েছে অসামান্য ভূমিকা। প্রিয় অভিভাবক! আপনি এবং আপনার সন্তান এখন জীবনের বড় গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এ মুহুর্তটিই হয়তো তার (এবং আপনাদেরও) ভবিষ্যতজীবনের গতিপথ নির্ধারণ করে দেবে। আপনার সন্তানের শিক্ষা এবং দিক্ষার মহাগুরুত্বপূর্ণ বিষয়ে আপনি এখন সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন। সন্তানের দ্বীনী তালীম ও তারবিয়াতের জন্য আপনি তাকে মাদরাসায় প্রেরণ করতে চলেছেন। কিন্তু এটা কিছুতেই সহজ কোন সিদ্ধান্ত নয়।


প্রিয় অভিভাবক! আপনার সন্তানের জীবনে তার উস্তায এবং মাদরাসার রয়েছে অপরিসীম ভূমিকা। উস্তায ও মাদরাসার উদাহরণ তো হলেন চিকিৎসক ও চিকিৎসাকেন্দ্রে। পার্থক্য হল সেখানে শুধু দেহের চিকিৎসা হয়, আর মাদরাসায় উস্তাযের সোহবতে তালীম তারবিয়াত ও তাযকিয়ার মাধ্যমে একজন তালিবে ইলম হৃদয় ও আত্মার পরিশুদ্ধি অর্জনের চেষ্টায় নিয়োজিত থাকে। আর বলাবাহুল্য যে, সকল চিকিৎসাকেন্দ্র যেমন সকল রোগ ও রোগীর চিকিৎসার জন্য উপযুক্ত নয় এবং তৈরিও নয়, হৃদয় ও আত্মার চিকিৎসাকেন্দ্র মাদরাসার ক্ষেত্রে তা আরো বেশী সত্য। সকল মাদরাসার পরিবেশ, তালীম তারবিয়াতের ব্যবস্থা ও পদ্ধতি সকল তালিবে ইলমের জন্য উপযোগী নাও হতে পারে। তাই এ বিষয়ে যে কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য অভিভাবকের দিক থেকে যেমন সুদীর্ঘ চিন্তাভাবনা, আলোচনা, পর্যবেক্ষণ ও প্রস্তুতির প্রয়োজন, তেমনিভাবে মাদরাসারও কর্তব্য হলো নিজের ব্যবস্থা সম্পর্কে, নিজের সামর্থ ও সীমাবদ্ধতা সম্পর্কে পরিপূর্ণ সচেতন থাকা যেন ভুল চিকিৎসা ও চিকিৎসক নির্বাচনের ফলে কোন বিপর্যয় নেমে না আসে। আল্লাহ আমাদের হেফাযত করুন।


প্রিয় অভিভাবক! আমরা বিশ্বাস করি আপনার সন্তান আপনার জন্য যেমন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমানাত তেমনইভাবে ইলমে দ্বীন হাছিলের মহান উদ্দেশ্যে মাদরাসায় আসা উম্মতের প্রতিটি সন্তান আমাদের কাছে আল্লাহর প্রেরিত আমানাত। সর্বোত্তমভাবে এই আমানাতের হেফাযতে সচেষ্ট হওয়া আমাদের পবিত্র দায়িত্ব। অতএব আমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে দূরদৃষ্টি এবং প্রজ্ঞাপূর্ণ। আমরা আরো বিশ্বাস করি যে, এই সংবেদনশীল মুহুর্তে সাধ্যানুযায়ী আপনাকে সঠিক পরামর্শ প্রদান করা আমাদের অবশ্য কর্তব্য। আশা করি আপনিও আবেগ ও তাৎক্ষণিকতা থেকে মুক্ত হয়ে আমাদেরকে পরামর্শকে আস্থার সাথে গ্রহণ করবেন।


সম্মানিত অভিভাবক!


কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখন আমরা কাছে জানতে চাইব। আশা করি পূর্ণ দায়িত্বশীলতার সাথে তথ্যগুলো প্রদান করে সঠিক পরামর্শ প্রদানে আপনি আমাদেরকে সহযোগীতা করবেন। ওমা তাওফীকুনা ইল্লা বিল্লাহ।



উপরোক্ত লেখাটি কি আপনি মনোযোগ সহকারে পাঠ করেছেন?



আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।


সম্মানিত অভিভাবক! দ্বীন ও শরিয়াতের দাবী রক্ষা করে আপনার কাছে আল্লাহর আমানাত আপনার সন্তানকে আপনি দ্বীনী তালীম হাছিলের মহান উদ্দেশ্যে মাদরাসায় প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনাকে আমাদের মোবারকবাদ। আল্লাহ যেন আপনার সন্তানকে ইলমে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ যেন তাকে আপনাদের চোখের শীতলতা এবং রুহের ঠান্ডাক বানান। কোরআন ও সুন্নাহর ইলম অর্জনের সাধনায় আত্মনিয়োগকারী একজন তালিবে ইলমের আদর্শ মা এবং বাবা যেন আপনারা হতে পারেন। উম্মতের এই সন্তানদেন তালীম ও তারবিয়াতের উত্তম ব্যবস্থা যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে তাওফীক দান করুন। আমীন।


প্রিয় অভিভাবক! সন্তান যেমন আল্লাহর পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় নেয়ামত ঠিক একইভাবে অনেক বড় পরিক্ষারও বিষয়। মাতৃত্ব এবং পিতৃত্ব যেমন পরম আনন্দ ও সৌভাগ্যের বিষয় তেমনি তা অনেক দায় ও দায়িত্বের বিষয়। আশা করি এ বিষয়ে আপনি সচেতন ছিলেন, আছেন এবং থাকবেন। স্বীকৃত সত্য এই যে, একটি শিশু তার মনমানস, চিন্তা চেতনা এবং নৈতিক ও চারিত্রিক সত্তা গঠনের মূল উপাদানগুলো মাতৃকোল থেকে বরং মাতৃগর্ভ থেকেই আহরণ করা শুরু করে। আশা করি আপনার সন্তানের বেড়ে ওঠার জন্য তাকে একটি আদর্শ পরিবেশ উপহার দিতে আপনি সচেষ্ট ছিলেন এবং সামনেও থাকবেন। মা-বাবাই হলেন সন্তানের তালীম ও তারবিয়াতের, তার শিক্ষা এবং দিক্ষার প্রথম ও প্রধান দায়িত্বশীল এবং রোজ হাশরে তারাই হবেন প্রথম জিজ্ঞাসিত যা এ সমাজ প্রায় ভুলতে বসেছে। মাদরাসা এক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ একজন সহযোগী মাত্র।


প্রিয় অভিভাবক! আপনার সন্তান এখন মাদরাসায় তার একটি নতুন জীবন শুরু করতে চলেছে। কিন্তু সন্তানকে মাদরাসায় প্রেরণ করে আমরা কখনোই যেন মনে না করি আমাদের দায়িত্ব শেষ। বরং প্রতিটি কাজে ও কথায় আপনাকে হতে হবে আরো বেশী সতর্ক ও সচেতন। কারণ কোরআনের শিক্ষা এই যে, সন্তানের যিন্দেগীর কামিয়াবির ক্ষেত্রে মা বাবার সালাহ ও সততার রয়েছে অসামান্য ভূমিকা। প্রিয় অভিভাবক! আপনি এবং আপনার সন্তান এখন জীবনের বড় গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এ মুহুর্তটিই হয়তো তার (এবং আপনাদেরও) ভবিষ্যতজীবনের গতিপথ নির্ধারণ করে দেবে। আপনার সন্তানের শিক্ষা এবং দিক্ষার মহাগুরুত্বপূর্ণ বিষয়ে আপনি এখন সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন। সন্তানের দ্বীনী তালীম ও তারবিয়াতের জন্য আপনি তাকে মাদরাসায় প্রেরণ করতে চলেছেন। কিন্তু এটা কিছুতেই সহজ কোন সিদ্ধান্ত নয়।


প্রিয় অভিভাবক! আপনার সন্তানের জীবনে তার উস্তায এবং মাদরাসার রয়েছে অপরিসীম ভূমিকা। উস্তায ও মাদরাসার উদাহরণ তো হলেন চিকিৎসক ও চিকিৎসাকেন্দ্রে। পার্থক্য হল সেখানে শুধু দেহের চিকিৎসা হয়, আর মাদরাসায় উস্তাযের সোহবতে তালীম তারবিয়াত ও তাযকিয়ার মাধ্যমে একজন তালিবে ইলম হৃদয় ও আত্মার পরিশুদ্ধি অর্জনের চেষ্টায় নিয়োজিত থাকে। আর বলাবাহুল্য যে, সকল চিকিৎসাকেন্দ্র যেমন সকল রোগ ও রোগীর চিকিৎসার জন্য উপযুক্ত নয় এবং তৈরিও নয়, হৃদয় ও আত্মার চিকিৎসাকেন্দ্র মাদরাসার ক্ষেত্রে তা আরো বেশী সত্য। সকল মাদরাসার পরিবেশ, তালীম তারবিয়াতের ব্যবস্থা ও পদ্ধতি সকল তালিবে ইলমের জন্য উপযোগী নাও হতে পারে। তাই এ বিষয়ে যে কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য অভিভাবকের দিক থেকে যেমন সুদীর্ঘ চিন্তাভাবনা, আলোচনা, পর্যবেক্ষণ ও প্রস্তুতির প্রয়োজন, তেমনিভাবে মাদরাসারও কর্তব্য হলো নিজের ব্যবস্থা সম্পর্কে, নিজের সামর্থ ও সীমাবদ্ধতা সম্পর্কে পরিপূর্ণ সচেতন থাকা যেন ভুল চিকিৎসা ও চিকিৎসক নির্বাচনের ফলে কোন বিপর্যয় নেমে না আসে। আল্লাহ আমাদের হেফাযত করুন।


প্রিয় অভিভাবক! আমরা বিশ্বাস করি আপনার সন্তান আপনার জন্য যেমন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমানাত তেমনইভাবে ইলমে দ্বীন হাছিলের মহান উদ্দেশ্যে মাদরাসায় আসা উম্মতের প্রতিটি সন্তান আমাদের কাছে আল্লাহর প্রেরিত আমানাত। সর্বোত্তমভাবে এই আমানাতের হেফাযতে সচেষ্ট হওয়া আমাদের পবিত্র দায়িত্ব। অতএব আমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে দূরদৃষ্টি এবং প্রজ্ঞাপূর্ণ। আমরা আরো বিশ্বাস করি যে, এই সংবেদনশীল মুহুর্তে সাধ্যানুযায়ী আপনাকে সঠিক পরামর্শ প্রদান করা আমাদের অবশ্য কর্তব্য। আশা করি আপনিও আবেগ ও তাৎক্ষণিকতা থেকে মুক্ত হয়ে আমাদেরকে পরামর্শকে আস্থার সাথে গ্রহণ করবেন।


সম্মানিত অভিভাবক!


কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখন আমরা কাছে জানতে চাইব। আশা করি পূর্ণ দায়িত্বশীলতার সাথে তথ্যগুলো প্রদান করে সঠিক পরামর্শ প্রদানে আপনি আমাদেরকে সহযোগীতা করবেন। ওমা তাওফীকুনা ইল্লা বিল্লাহ।



উপরোক্ত লেখাটি কি আপনি মনোযোগ সহকারে পাঠ করেছেন?